শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
◈ মুজিববর্ষের নামে কত টাকা অপচয়, বের করা হবে : প্রেস সচিব ◈ শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবেই দেখছে ভারত ◈ যোদ্ধাদের প্রতিরোধ মানে ইসরায়েলের পরাজয় : খামেনি ◈ ৭ নভেম্বর হচ্ছে স্বাধীনতার পূর্ণাঙ্গ রূপ : রিজভী ◈ জাহাজ নির্মাণ শিল্প সম্ভাবনাময় ও প্রতিশ্রুতিশীল : নৌপরিবহন উপদেষ্টা ◈ ‘আইসিটিতে দায়েরকৃত ১২২টি অভিযোগের অধিকাংশই গুমসংক্রান্ত’ ◈ সেনাপ্রধানের সঙ্গে ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ◈ যাদের জেলে থাকা উচিত তাদের অনেকে চাকরিতে বহাল : ফাহাম ◈ বিএনপি নেতার গুদামে সরকারি প্রণোদনার সার ◈ সংবাদমাধ্যমে আক্রমণ সহ্য করা হবে না : প্রেস সচিব

স্ত্রীকে নিয়ে বেরিয়েছিলেন পুলিশ সদস্য, প্রাণ গেল সড়কে

প্রকাশিত : ০৬:০৯ অপরাহ্ণ, ১১ জুলাই ২০২২ সোমবার ১৫০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নওগাঁর রানীনগরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে শাহিন আলম (৪০) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৬টার দিকে কুজাইল বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে মোটরসাইকেলে থাকা শাহিন আলমের স্ত্রী শিফা বেগম আহত হয়েছেন।

নিহত শাহিন আলম রানীনগর উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের ওসমান মোল্লার ছেলে। তিনি রাজশাহীর গোদাগাড়ী থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শাহিন আলম ঈদের ছুটিতে বাড়িতে আসেন। ঈদের দিন বিকেলে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে রাণীনগর থেকে আত্রাইয়ের বান্দাইখাড়ায় বোনের বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথে কুজাইলবাজার এলাকায় আত্রাই থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেলের সঙ্গে শাহিনের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে পাকা সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান শাহিন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

ওসি আবুল কালাম আজাদ বলেন, শিফা বেগম নওগাঁ সদর হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত পুলিশ সদস্যের লাশ আজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT