স্কুলে যাতায়াতের জন্য সাইকেল পেল ৩০০ শিক্ষার্থী
প্রকাশিত : ০৯:৪০ পূর্বাহ্ণ, ১৭ অক্টোবর ২০২১ রবিবার ১২০ বার পঠিত
স্কুলে আসার সুবিধার্থে ৩০০ শিক্ষার্থীর হাতে সাইকেল তুলে দিয়েছে আবুল কালাম ফাউন্ডেশন।
শনিবার দুপুরে স্কুল মাঠে আবুল কালাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবুল কালাম শিক্ষার্থীদের সাইকেল উপহার দেন।
কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়নের পাশাপুর এলাকায় অবস্থিত মো. আবুল কালাম হাই স্কুল।
শনিবার মো. আবুল কালাম ফাউন্ডেশন কৃর্তক আয়োজিত ও মো. আবুল কালাম হাই স্কুলের প্রধান শিক্ষক শাহজান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— কুমিল্লা মহিলা কলেজর অধ্যক্ষ জামাল নাছের, চৌআরা কলেজের প্রভাষক সরোয়ার জাহান দোলন প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।