সৌদি যুবরাজ সালমানকে জেলেনস্কির ফোন
প্রকাশিত : ০৬:১১ অপরাহ্ণ, ৯ সেপ্টেম্বর ২০২৩ শনিবার ১০ বার পঠিত
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ফোন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার এ খবর নিশ্চিত করেছে।
সৌদি বার্তা সংস্থা ও আল-এখবারিয়া টেলিভিশন জানিয়েছে, ওই ফোনকলে ইউক্রেন-রাশিয়া সংকট সমাধানে সব ধরনের আন্তর্জাতিক প্রচেষ্টায় সৌদি আরবের সমর্থনের আশ্বাস দিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
ফোনকলে গত ১৯ মে জেদ্দায় অনুষ্ঠিত আরব লিগ সামিটে জেলেনস্কিকে আমন্ত্রণের জন্য সালমানকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বেশ কয়েকটি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিনিধিদের নিয়ে আয়োজিত ওই বৈঠকের জন্য সৌদি আরবের বেশ প্রশংসাও করেছেন জেলেনস্কি। ওই বৈঠকে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা হয়েছিল।
গত মাসের শুরুতে অনুষ্ঠিত বৈঠকটিতে যুক্তরাষ্ট্র ও চীনসহ ৪০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিল।
আরব লিগ সামিটে ইউক্রেন ১০ দফা শান্তি ফর্মুলা প্রস্তাব করেছিল। বেশ কয়েকটি দেশ এ ফর্মুলাকে সমর্থন করেছিল।
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আরব লিগ সামিটের সাইডলাইনে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।