সেলফি তোলায় বিশ্বরেকর্ড অক্ষয়ের!
প্রকাশিত : ০৭:২৯ অপরাহ্ণ, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার ৮৩ বার পঠিত
অভিনেতা অক্ষয় কুমারের আগামী সিনেমা ‘সেলফি’। ছবিতে অক্ষয়কের সঙ্গে রয়েছেন ইমরান হাসমিও। ছবির জোরদার প্রচার শুরু করেছেন বলিউডের খিলাড়ি কুমার। প্রচারের ফাঁকেই সেলফি তুলে বিশ্বরেকর্ড গড়লেন তিনি।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম উঠল অক্ষয় কুমারের। মাত্র ৩ মিনিটে ১৮৪টি সেলফি তুলে ফেলেছেন অভিনেতা। ফ্যানেদের আবদার মেটাতে গিয়েই বিশ্বরেকর্ড গড়ে ফেললেন ‘খিলাড়ি’।
বুধবার মুম্বাইয়ে ছবির প্রচারের ফাঁকে মাত্র ৩ মিনিটে রেকর্ড সংখ্যক সেলফি তুলেছেন অভিনেতা। অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে ‘নমস্তে’ বলে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয় কুমার। ততক্ষণে অভিনেতার সঙ্গে সেলফি তুলতে ভক্তদের ভিড় উপচে পড়ছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।