সেই শহরটিতে চলছে রাস্তায় রাস্তায় লড়াই
প্রকাশিত : ১০:৫০ অপরাহ্ণ, ২৫ জুন ২০২২ শনিবার ১২৪ বার পঠিত
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় লিসিচানস্ক শহরটিতে শনিবার রুশ বাহিনী ও তাদের মিত্ররা প্রবেশ করেছে। শহরটিকে চলছে রাস্তায়-রাস্তায় লড়াই। রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী আন্দ্রেই মারাচকো এই দাবি করেন বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।
আন্দ্রেই মারাচকো টেলিগ্রাম অ্যাপে দেওয়া এক পোস্টে বলেন, লুগানস্ক পিপলস রিপাবলিকের জনগণের মিলিশিয়া এবং রাশিয়ান সেনাবাহিনী লিসিচানস্ক শহরে প্রবেশ করেছে। বর্তমানে সেখানে রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে।
ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ অঞ্চল লুহানস্কের সেভেরোদোনেৎস্ক থেকে ইউক্রেনের সেনাদের সরিয়ে নেওয়া নির্দেশের পরই এমন দাবি করলেন আন্দ্রেই মারাচকো। অবশ্য তার এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই বলেন, ইউক্রেনীয় সেনাদের সেভেরোদোনেৎস্ক ছাড়ার নির্দেশ দিয়েছেন এখানকার শীর্ষ কমান্ডার।
রুশ সেনারা পূর্বাঞ্চলীয় শহরটি ঘিরে ফেলায় তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
এর ফলে সেভেরোদোনেৎস্কের পাশের শহর লিসিচানস্ক দুই-একদিনের মধ্যে রুশ সেনাদের দখলে চলে আসতে পারে বলেই মনে হচ্ছে।
লিসিচানস্ক দখল করতে পারলে পুরো দোনবাস অঞ্চলটি রাশিয়ার অধীনে চলে আসবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।