সেই মিসাইল হামলার ভিডিও প্রকাশ করল রাশিয়া
প্রকাশিত : ০৬:১৩ অপরাহ্ণ, ২৬ মে ২০২২ বৃহস্পতিবার ১১২ বার পঠিত
ইউক্রেনের একটি নামহীন ‘সামরিক লক্ষ্যবন্তুতে’ রাশিয়ার কৌশলগত ইস্কান্দার-কে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের ২৪ ফেব্র্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ ঘোষণার পর ইউক্রেনের শহর, গোলাবারুদ ডিপো এবং অন্যান্য সামরিক লক্ষ্যবস্তুরতে হামলার জন্য স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইস্কান্দার মোতায়েন করেছে রাশিয়া।
এদিকে, ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে নতুন প্রজন্মের পেরেসভেট নামে লেজার অস্ত্র ব্যবহার করছে বলে এর আগে দাবি করেছিলেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসভ।
উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসভ বলেছিলেন, পেরেসভেট ইতোমধ্যে ব্যাপকভাবে মোতায়েন করা হচ্ছে এবং পৃথিবী থেকে দেড় হাজার কিলোমিটার উঁচুতে থাকা স্যাটেলাইটকে অন্ধ করে দিতে পারে এই অস্ত্র।
রাশিয়ার কাছে পেরেসভেটের তুলনায় আরও শক্তিশালী লেজার অস্ত্র রয়েছে বলেও দাবি করেছিলেন তিনি। ওই অস্ত্রগুলো ড্রোন ও অন্যান্য সরঞ্জামকে পুড়িয়ে দিতে পারে।
বরিসভ জানিয়েছিলেন মাত্র ৫ সেকেন্ডের মধ্যে ৫ কিলোমিটার দূরে থাকা ইউক্রেনের একটি ড্রোন পুড়িয়ে দিতে সক্ষম পেরেসভেট।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।