সুখের নামটা নীল
প্রকাশিত : ০৮:০৪ পূর্বাহ্ণ, ১১ জুলাই ২০২২ সোমবার ৯৬ বার পঠিত
কোন সাগরে ডুব দিয়েছো চোখ
কোন শ্রাবণে ভিজলে সারা বেলা
কোন অতীতে ভাঙলে সুখের বুক,
কোন নিয়মে খেললে তুমি খেলা।
কোন উঠোনে ডাকলে চাঁদের বাণ
কোন জোছনায় পুড়লো সুখের ঘর,
কোন কথাতে করলে অভিমান
কোন বিরাগে করলে আমায় পর।
কোন সুরেতে বাধলে তুমি গান
কোন তালেতে ভাঙলো ছন্দ লয়,
কোন সা তে করলে শুরু তান
কোন সাহসে করলে তুমি জয়।
কোন তুলিতে আঁকলে এমন মিল
কোন রংয়েতে জীবন পেল প্রাণ,
কোন বিষেতে সুখটা হলো নীল
কোন প্রেমটায় বাঁধলেনা আর গান।
কোন আঁধারে একলা হাঁটো তুমি
কোন বরষায় বৃষ্টি নূপুর পাঁয়ে,
কোন নদীতে দুকূল ভাঙা ভূমি
কোন স্বপ্ন ডাকে অচিন গাঁয়ে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।