সিরিয়ার ইসরাইলের বিমান হামলায় নিহত ২
প্রকাশিত : ০৫:৩২ অপরাহ্ণ, ২ জানুয়ারি ২০২৩ সোমবার ১২০ বার পঠিত
সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে দুই সিরীয় সেনা নিহত হয়েছেন এবং দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ হয়ে গেছে।
সিরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, রোববার স্থানীয় সময় রাত ২টার দিকে ইসরাইলি বিমানবাহিনী সেখানে বিমান হামলা শুরু করে। খবর সানা ও আলজাজিরার।
হামলায় দুই সিরীয় সেনা নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। এর পরই রাজধানী দামেস্কের বিমানবন্দরটিতে বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক সব রকম বিমান চলাচল।
এ ঘটনায় তেলআবিবের পক্ষে থেকে তাৎক্ষিণক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত বছরের জুন মাসে ইসরাইলি বিমান হামলার শিকার হয়েছিল বিমানবন্দটি। অবকাঠামো এবং রানওয়েগুলোর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছিল। এটি মেরামত করার দুই সপ্তাহ পর আবার চালু হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।