সিরাজগঞ্জের সেই ‘জঙ্গি আস্তানা’ থেকে ৪জনের আত্মসমর্পণ
প্রকাশিত : ১১:৩৫ পূর্বাহ্ণ, ২০ নভেম্বর ২০২০ শুক্রবার ২৭৩ বার পঠিত
সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়া এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। ওই বাড়ি থেকে এরই মধ্যে চারজন বেরিয়ে এসে আত্মসমর্পণ করেছেন।
আত্মসমর্পণ করা চারজনের মধ্যে একজনের নাম কিরণ। বাকিদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শুক্রবার ভোর থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ওই বাড়িটিতে অভিযান শুরু করে র্যাব-১২। সকাল সাড়ে ১০টার দিকে র্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ওই ঘরে প্রবেশ করেছে।
র্যাব-১২ এর স্পেশাল ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মহিউদ্দিন মিরাজ বলেন, ‘জঙ্গি আস্তানা’ আমরা ওই বাড়িটি অভিযান চালাচ্ছি। হঠাৎ ওই বাড়িটি থেকে বিকট শব্দে ফায়ার হয়েছে। তবে ঘটনাস্থলে র্যাবের আরও টিম কাজ করছে। ঢাকা থেকে র্যাবের বোমা ডিসপোজাল ইউনিট এসেছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।