বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে কারখানা দখলের ভিডিও ভাইরাল

প্রকাশিত : ০৬:৩৪ পূর্বাহ্ণ, ৩০ মে ২০২৪ বৃহস্পতিবার ৮২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দুপক্ষের দাবি ঢাকার সাভারের ‘বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড’ কারখানাটি তাদের। এ নিয়ে দীর্ঘদিন চলছিল ঢাকা ও সাভার আওয়ামী লীগের শীর্ষনেতাদের দেন-দরবার আর সালিশ।

রোববার সকালে কয়েক হাজার ভাড়াটে সন্ত্রাসী ওই কারখানাটি ‘সি পার্ল গ্রুপের’ দখলে নেয়। এ সময় এক সংবাদকর্মী গুরুতর আহত হন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যেমে কয়েকটি পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘এমপি’র সন্ত্রাসী বাহিনী নিয়ে সাভারে কারখানা দখল’। এ নিয়ে ফেসবুকে চলছে সমালোচনার ঝড়।

ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, এমপি সাইফুল ইসলাম তার ঘনিষ্ঠ দুই সহচর পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান ও সাভার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়ালের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে ‘বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড’ কারখানা দখল।

এসব বিষয়ে জানতে ঢাকা-১৯ আসনের সংসদ-সদস্য (এমপি) মুহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে একাধিকবার ফোন কারা হলেও কথা বলা সম্ভব হয়নি। পরে বিস্তারিত উল্লেখ করে মোবাইল ফোনে বার্তা পাঠালেও কোনো জবাব পাওয়া যায়নি। পারভেজ দেওয়ান বলেন, সাংবাদিক মারধর ও কারখানা দখলের বিষয়ে যেসব অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা।

আব্দুল আওয়াল বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। তবে ফেসবুকে বেশকিছু বিষয় নিয়ে অপপ্রচার করছে কিছু লোক।

সাভার

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT