মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক ২ নির্বাহী প্রকৌশলীসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ০৭:০৪ পূর্বাহ্ণ, ২৩ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার ৩৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পিরোজপুরে এলজিইডির উন্নয়ন প্রকল্পের শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তের সুবিধার্থে সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার ও সুশান্ত রঞ্জন রায় (অব.) এবং দুই প্রকল্প পরিচালকসহ ১৩ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়।

১৫ ডিসেম্বর উপসচিব কামরুজ জামান স্বাক্ষরিত চিঠিতে ওই ১৩ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে ইমিগ্রেশন বিভাগকে ব্যবস্থা নিতে অনুরোধ করেন। সম্প্রতি বিষয়টি ফেসবুকে ভাইরাল হয় এবং বুধবার প্রতিবেদকের হাতে এই তথ্য আসে। নিষেধাজ্ঞা পাওয়া অন্য কর্মকর্তারা হলেন- এলজিইডির প্রকল্প পরিচালক আব্দুল হাই (পিআরএল), আদনান আক্তার আজম, সিনিয়র সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ, রুবায়েত তালুকদার, বদরুল আলম, হিসাবরক্ষক হুমায়ুন কবির (পিআরএল), মোজাম্মেল হক, আনোয়ারুল ইসলাম ও সার্ভেয়ার শাহানুর আলম।

এ বিষয়ে জানতে পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রনজিত কুমার রায়কে ফোন দিলে তিনি তা রিসিভ করেননি। তবে এলজিইডির ঠিকাদার খোকন মিয়া ও আইউব আলী হলুদ অসৎ কর্মকর্তা কর্মচারীদের শাস্তির আওতায় আনার জন্য সরকারকে ধন্যবাদ জানান।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT