সাত টাকা বেশি রাখায় ৪০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত : ০৭:৪৩ অপরাহ্ণ, ৭ জুলাই ২০২২ বৃহস্পতিবার ১৩০ বার পঠিত
এক পাতা নাপা ট্যাবলেটের দাম ৮ টাকা; কিন্তু দোকানি দাম রাখেন ১৫ টাকা। ওষুধের দাম ৭ টাকা বেশি নেওয়ায় ৪০ হাজার টাকা জরিমানা গুনলেন সিদ্ধিরগঞ্জের এক ফার্মেসী ব্যবসায়ী। বৃহস্পতিবার দুপুরে নাসিক ১০নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের গোদনাইল জেলেপাড়া এলাকার সৈনিক ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করেন।
প্রতিষ্ঠানটির নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে মো. সেলিমুজ্জামান জানান, এক পাতা নাপার (৫০০ মি.গ্রা) দাম ৮ টাকার স্থলে ১৫ টাকা নেওয়ায় সৈনিক ফার্মেমিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান পরিচালনা করা হবে বলে উল্লেখ করেন তিনি। অভিযানে উপস্থিত ছিলেন- জেলা ক্যাবের প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।