সবাইকে শান্ত থাকার আহ্বান ভারতীয় মুসলিম নেতাদের
প্রকাশিত : ০৬:৪৩ অপরাহ্ণ, ১৩ জুন ২০২২ সোমবার ১১২ বার পঠিত
ভারতের মুসলিম নেতারা ও দেশটির বিভিন্ন মসজিদ থেকে সাধারণ মুসলিমদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন শান্ত থাকেন এবং বড় ধরনের বিক্ষোভ আয়োজন থেকে বিরত থাকেন।
মহানবি হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কুরুচিপূর্ণ কটূক্তির পর বিক্ষোভে ফেটে পড়েন দেশটির সাধারণ মুসলিমরা।
ভারতের রাঁচিতে বিক্ষোভে পুলিশের গুলিতে দুইজন কিশোর নিহত এবং ৩০ জনের বেশি সাধারণ মানুষ আহত হওয়ার পর মুসলিম নেতারা দেশটির সাধারণ মুসলিমদের শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
জামাত-ই-ইসলাম হিন্দের নেতা মালিক আসলাম বলেন, যখন আমাদের ইসলাম নিয়ে কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে তখন প্রত্যেক মুসলিমের দায়িত্ব সেটির বিরুদ্ধে দাঁড়ানো। সঙ্গে আমাদের শান্তিও বজায় রাখতে হবে।
এদিকে মহানবিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার পর দেশটির ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
বিজেপির পক্ষ থেকে পরিস্কার করে বলা হয়েছে, নুপুর শর্মার বক্তব্যের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই।
তবে দেশটির মুসলমানরা দাবি করেছেন, মহানবিকে নিয়ে মন্তব্য করায় নুপুর শর্মাকে যেন গ্রেফতার করা হয়।
সূত্র: এনডিটিভি
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।