সংঘাত শুরুর পর ইসরাইলিদের হাতে গ্রেফতার ৩২৯০ ফিলিস্তিনি
প্রকাশিত : ০৫:০০ অপরাহ্ণ, ২৯ নভেম্বর ২০২৩ বুধবার ৪৪ বার পঠিত
৫০ দিনের বেশি সময়ে ধরে চলে আসা হামাস ইসরাইল সংঘাতে ৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে গ্রেফতার করেছেন ইসরাইলি সেনারা। শুধু তাই নয়, ফিলিস্তিনিদের বাড়িতে রাতে অভিযান চালিয়ে গড়ে প্রতিদিন ১৫-২০ জনকে গ্রেফতার করে তারা।
ফিলিস্তিনি পর্যবেক্ষণ গোষ্ঠী বলছে, ৭ অক্টোবর থেকে পশ্চিমতীর এবং পূর্ব জেরুজালেমে ৩ হাজার ৯২০ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে ইসরাইল-হামাসের মধ্যে সমঝোতায় চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম চার দিনের হিসেবে ১৫০ জনের মতো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। তবে বন্দিবিনিময় চলাকালীনও ফিলিস্তিনিদের গ্রেফতার অব্যাহত রেখেছে ইসরাইল। ওই চার দিনে পূর্ব জেরুজালেম ও পশ্চিমতীর থেকে কমপক্ষে ১৩৩ ফিলিস্তিনিকে বন্দি করেছে দেশটি। খবর আলজাজিরার।
যেসব ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্ত করেছে, তাদের মধ্যে ১১৭ জন শিশু এবং ৩৩ জন নারী। এ বিষয়ে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির মুখপাত্র আমানি সারাহনেহ আলজাজিরাকে জানিয়েছেন, যতদিন ইসরাইলি দখল থাকবে, গ্রেফতার বন্ধ হবে না।
৭ অক্টোবর থেকে সংঘাত শুরু হওয়ার পরে হুট করে ফিলিস্তিনি বন্দির সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। ইসরাইলের হাতে বন্দি ফিলিস্তিনির সংখ্যা গত মাসে ৫২০০ থেকে বেড়ে দাঁড়ায় ১০ হাজারে। এর মধ্যে ৪ হাজার শ্রমিক রয়েছেন, যারা গাজায় কর্মরত ছিলেন।
এদিকে গত সোমবার যুদ্ধবিরতি আরও দুদিন বাড়ানো হয়। চুক্তি অনুযায়ী অতিরিক্ত দুদিন সময়ে ৫০ ফিলিস্তিনি ও ২০ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়া হচ্ছে। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইসরাইল সংঘাতের ৫১ দিনের মাথায় কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি দেওয়া হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।