সোমবার ২৭ মার্চ ২০২৩, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে দলে চমক

প্রকাশিত : ০১:৫৩ অপরাহ্ণ, ২ মে ২০২১ রবিবার ৩১৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের ২৪ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্বের ঘোষণা অনুযায়ী দলে ফিরেছেন আইপিএল খেলতে ছুটি পাওয়া সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। চলতি মাসের শেষ দিকে জাতীয় দলের হয়ে লঙ্কানদের আতিথেয়তা দেবেন এ দুজন।

শনিবার ঘোষিত এই দলে ফেরানো হয়েছে ইমরুল কায়েসকে। এছাড়া স্কোয়াডে একেবারেই নতুন মুখ পেসার শহিদুল ইসলাম। টেস্টের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়ার পর ডানহাতি পেসার ওয়ানডেতেও সুযোগ পেলেন।

আগামী ১৬ মে’র পর শ্রীলঙ্কার ঢাকায় আসার কথা রয়েছে।
প্রাথমিক স্কোয়াড:
তামিম ইকবাল, নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT