শেক্সপিয়ারের সেই ছবি বিক্রি হচ্ছে ১০ মিলিয়ন পাউন্ডে
প্রকাশিত : ০৩:২৮ অপরাহ্ণ, ১৮ নভেম্বর ২০২২ শুক্রবার ১১৮ বার পঠিত
প্রখ্যাত ইংরেজি সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারের ১৬০৮ সালে আঁকা একটি ছবির মূল্য হাঁকা হয়েছে ১০ মিলিয়ন পাউন্ড।
ছবিটি এঁকেছিলেন ব্রিটেনের তৎকালীন রাজা প্রথম জেমসের রাজসভার চিত্রশিল্পী রবার্ট ব্লাক। খবর দ্য গার্ডিয়ানের।
বর্তমানে ছবিটি পশ্চিম লন্ডনের গ্রোসভেনর হাউস হোটেলে টাঙানো আছে। এটি কোনো নিলাম ছাড়াই বিক্রি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এটি ব্যক্তিগত সম্পদ হিসেবে বিক্রি করা হচ্ছে। ১৯৭৫ সালে এটি সরকারি লাইব্রেরিতে টাঙানো ছিল। পরে এটি বিক্রি করে দেওয়ার পর ব্যক্তিগত সম্পদে পরিণত হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।