শিথিল করা হল লঙ্কান ক্রিকেটারের জামিনের শর্ত
প্রকাশিত : ১০:৫৬ অপরাহ্ণ, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার ১৪০ বার পঠিত
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়ে ধর্ষণে অভিযুক্ত লঙ্কান ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা। গ্রেপ্তার হয়ে কিছুদিন পর জামিনও পেয়েছিলেন তিনি। তবে এখনো অস্ট্রেলিয়ায় আছেন লঙ্কান এই ক্রিকেটার। কারণ অস্ট্রেলিয়া ছাড়ার অনুমতি নেই তার। তবে জামিন পাওয়া গুনাথিলাকার শর্ত কিছুটা শিথিল করল সিডনি ম্যাজিস্ট্রেট। বেশ কিছু কাজে অনুমতি দেওয়া হল।
এত দিন রাতে বাইরে যাওয়ার কোনও অনুমতি ছিল না গুনাথিলাকার। এখন তিনি চাইলে রাতে বাইরে বেরোতে পারেন। সেই সঙ্গে অনুমতি দেওয়া হল হোয়াটসঅ্যাপ ব্যবহারের। তবে ডেটিং বা ডেটিংয়ে সহায়ক কাজের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।
যদিও প্রতিপক্ষ আইনজীবী জর্জ রিক্সন এই আবেদনের বিরোধিতা করেছিলেন। তিনি বলেছেন, অপরাধের ঝুঁকি কমিয়ে আনতে এই নিষেধাজ্ঞা বহাল থাকা উচিত। রাতে অপরাধ সংঘটনের সুযোগ আরও বেশি বলেও মন্তব্য করেছিলেন তিনি। অবশ্য বিচারক তার এই মন্তব্য আমলে নেননি।
দ্য অস্ট্রেলিয়ানের খবর অনুযায়ী, বিশ্বকাপ খেলতে এসে ২৯ বছর বয়সী এক নারীর সঙ্গে পরিচয় হয় গুনাথিলাকার। একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় দুই জনের। বিশ্বকাপ চলাকালীন সেই নারীর আমন্ত্রণে রোজ বে’তে এক বাড়িতে যান গুনাথিলাকা। মদ্যপানের পর এক সময় সেই নারীর উপর হামলে পড়েন তিনি। সেই নারীর সঙ্গে চারবার যৌন সংস্পর্শে আসার অভিযোগ আছে। পরে সেই নারী সিডনি থানায় যৌন নিপীড়নের অভিযোগ করলে হোটেল থেকে গ্রেপ্তার করা হয় গুনাথিলাকাকে।
২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন গুনাথিলাকা। এখন পর্যন্ত শ্রীলংকার হয়ে ৮ টেস্ট, ৪৭ ওয়ানডে এবং ৪৬টি টি–টোয়েন্টি খেলেছেন তিনি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।