শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর একান্ত সচিব হলেন অমিত কুমার বসু

প্রকাশিত : ০৮:৪৭ পূর্বাহ্ণ, ২৪ জানুয়ারি ২০২৪ বুধবার ৭৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন অমিত কুমার বসু। যশোরের চৌগাছা পৌরসভার অসিত কুমার বসু ও অঞ্জলী রানী বসুর সন্তান অমিতকে ওই পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডে অমিত কুমার বসুকে শিক্ষামন্ত্রীর এপিএস পদে নিয়োগ দেওয়া হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মহিবুল হাসান চৌধুরী শিক্ষা উপমন্ত্রীর দায়িত্বে থাকাকালে এপিএস হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। এবার মন্ত্রীত্বের নতুন দায়িত্ব পেলেও পুরোনো এপিএসের ওপরই আস্থা রেখেছেন মহিবুল হাসান চৌধুরী।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা অমিতকে এপিএস পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT