শাহিন আফ্রিদির বিয়ের অনুষ্ঠান এশিয়া কাপের পরপরই
প্রকাশিত : ০৬:০১ অপরাহ্ণ, ৯ সেপ্টেম্বর ২০২৩ শনিবার ৯ বার পঠিত
চলমান এশিয়া কাপ-২০২৩ শেষ হওয়ার পরই অনুষ্ঠিত হবে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি ও শাহিদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদির বিয়ের জমকালো অনুষ্ঠান।
বর্তমানে পাকিস্তান জাতীয় দলের হয়ে এশিয়া কাপ খেলছেন শাহিন শাহ আফ্রিদি। আর এটি শেষ হবে আগামী ১৭ সেপ্টেম্বর।
পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ১৭ তারিখ এশিয়া কাপ শেষ হওয়ার পরই ১৯ সেপ্টেম্বর করাচির একটি পাঁচতারা হোটেলে বসবে বিয়ের আসর। আর ২১ সেপ্টেম্বর ইসলামাবাদে হবে জমকালো রিসেপশন। তবে এখনো আফ্রিদি পরিবার তারিখ নিশ্চিত করেনি।
এর আগে এপ্রিলে একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকারের সময় শাহিদ আফ্রিদি সেপ্টেম্বরে বিয়ের অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছিলেন।
এ বছরের ফেব্রুয়ারিতে করাচিতে বিয়ে বন্ধনে আবদ্ধ হন শাহিন ও আনশা। বিয়ের পর ছোট পরিসরে আয়োজিত রিসেপশনে উপস্থিত ছিলেন বাবর আজম, সারফারাজ আহমেদ, নাসিম শাহ, শাদাব খান ও জাহাঙ্গীর খান। এবার বড় করে বিয়ের আয়োজন করতে চান শাহিদ আফ্রিদি। আমন্ত্রণ জানানো হবে আরো বেশি অতিথিকে।
প্রসঙ্গত, দুই বছর আগে এ দম্পতির বাগদান সম্পন্ন হয়েছিল।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।