বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শরীয়তপুরে ব্রীজের সাথে লঞ্চের ধাক্কা, ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৫:১৩ অপরাহ্ণ, ২৩ অক্টোবর ২০২২ রবিবার ১০৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঢাকা থেকে শরীয়তপুরের গোসাইরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা স্বর্ণদীপ প্লাস নামে যাত্রীবাহী লঞ্চের গোসাইরহাটের সাইক্ষ্যা ব্রীজের পিলারের সাথে রবিবার ভোর রাত সাড়ে ৪ টায় সজোরে ধাক্কা লাগে। এসময় লঞ্চের ছাদে থাকা পানির ট্যাংকি নীচে পড়লে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন যাত্রী নিহত হয়েছে।

নিহতরা হলো গোসাইরহাট উপজেলার কোদালপুর সরদার পাড়া গ্রামের শাহ আলী মোল্লার ছেলে তানজিল(২৩), টাঙ্গাইল সদরের দাইনাবঘিল গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাকিল আহমেদ(২৫) ও জামালপুরের রঘুনাথপুর দিঘলী সোনাটিয়া গ্রামের বোরহান আলীর পুত্র সাগর আলী (২৪)। আহত হয়েছে আরো ২ জন। তারা হলো গাজীপুরের শাহ জালালের পুত্র হিরা (২৫) ও একই এলাকার শামচুল বাড়ি গ্রামের সাগর রাঢ়ী(১৮)।

সাগর রাঢ়ীকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চটি সাইক্ষ্যা ব্রীজের সাথে সজোরে ধাক্কা লাগলে লঞ্চের ছাদে থাকা লোহার পানির ট্যাংকিটি নীচের ডেকে ঘুমন্ত যাত্রীদের উপর ছিটকে পড়ে যায়। এ সময় চাপা পড়ে ঘটনাস্থলেই ৩ যাত্রীর মৃত্যু হয়। আহত হয় আরো ২ জন।

সংবাদ পেয়ে গোসাইরহাট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। গোসাইরহাট থানা পুলিশ লঞ্চ ও লঞ্চের মাস্টার মোঃ নুরুজ্জামান ও হেলপার এমরান হোসেন নান্নু বেপারীকে আটক করেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম সিকদার বলেন, সাইক্ষ্যা ব্রীজের সাথে লঞ্চের ধাক্কায় তিনজন যাত্রী নিহত হয়েছে। তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT