শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হল ইয়াস
প্রকাশিত : ১১:০৮ পূর্বাহ্ণ, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার ১৩৬ বার পঠিত
শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হল ইয়াস। এই মুহূর্তে উড়িষ্যার উত্তর উপকূল ছাড়িয়ে বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ডে অবস্থান করছে ইয়াস। এরপর সেটি ভারতের বিহার–উত্তরপ্রদেশের দিকে সরে যাবে। তার জেরে বৃহস্পতিবার কলকাতা–সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে দিনভর আকাশ মেঘলা থাকবে। ৩০–৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। বজায় থাকবে মাঝারি বৃষ্টির দাপটও।
এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলোতে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। সঙ্গে থাকতে পারে ঝড়ো হাওয়া।
বলা হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া–বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ৫০–৭০ কিমি বেগে ঝড় বইতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায়।
বুধবার সকালে উড়িষ্যায় আছড়ে পড়ে ইয়াস। পার্শ্ববর্তী দিঘায় ৩০ ফুটের উপরে জলোচ্ছ্বাস হয়। ভেসে যায় গাড়ি। তছনছ হয়ে যায় সমুদ্র তীরবর্তী এলাকার একাধিক হোটেল। একই অবস্থা সন্দেশখালি, কুলতলির। সেখানে ভেঙেছে একের পর এক কাঁচাবাড়ি। আশ্রয় হারিয়েছেন অগণিত মানুষ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।