লাল-সবুজ পতাকা নিয়ে সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীরা
প্রকাশিত : ০৪:৫৭ অপরাহ্ণ, ৫ নভেম্বর ২০২২ শনিবার ১৬৯ বার পঠিত
দুদিন আগে থেকেই বরিশালে বিভাগীয় গণসমাবেশের মাঠে হাজির হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার সকালে জাতীয় পতাকা, প্ল্যাকার্ড হাতে নেতাকর্মীদের সমাবেশের মাঠে অবস্থান করতে দেখা গেছে।
জানা গেছে, বরিশালে গণসমাবেশ সফল করতে সর্বোচ্চ করেছেন বিভাগীয় নেতারা। পরিবহণ ধর্মঘটের কারণে বাস ও নৌযান চলাচল বন্ধ থাকায় বিকল্প হিসেবে বিশাল বহর নিয়ে আসছেন নেতা-কর্মীরা।
অনেকে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে সমাবেশস্থলে হাজির হয়েছেন। অনেকে নসিমন ও অটোরিকশায় চেয়ে সমাবেশে এসেছেন।
সকাল থেকেই মিছিলের নগরীতে পরিণত হয়েছে বরিশাল। মিছিল স্লোগানে মুখর সমাবেশস্থল।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও গণসমাবেশ বাস্তবায়ন উপ-কমিটির মিডিয়া উপ-কমিটির সদস্য সচিব আবু নাসের মো. রহমাতুল্লাহ বলেন, জাতীয় পতাকা সঙ্গে নিয়ে নেতাকর্মীরা সমাবেশে এসেছেন। সব বাধা উপক্ষো করে জেলা-উপজেলার নেতাকর্মীরা ইতোমধ্যে বেলস পার্কে এসেছে। বেলসপার্ক এখন জনারণ্যে পরিণত হয়েছে। নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
নেতাকর্মীরা সকাল থেকেই জড়ো হওয়ায় নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই বেলা ১১টায় সমাবেশ শুরু হয়ে গেছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।