লংমার্চে গুলিবিদ্ধ, ‘নতুন ভোর’ দেখে চিরতরে চোখ বুজলেন কুবি শিক্ষার্থী কাইয়ূম
প্রকাশিত : ০৭:৩৮ পূর্বাহ্ণ, ৭ আগস্ট ২০২৪ বুধবার ৬১ বার পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবদুল কাইয়ুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মঙ্গলবার এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু তাহের এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
এর আগে গত ৫ আগস্ট কোটা আন্দোলনকারীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে গুলিবিদ্ধ হন কাইয়ূম। এরপর আজ সকাল ৯টায় মৃত্যুবরণ করেছেন তিনি।
বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানায় শিক্ষক সমিতি। পাশাপাশি প্রশাসন ও রাষ্ট্রের কাছে তার অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের দ্রুত সময়ে সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।