রোনালদোকে ছাড়াই পর্তুগালের দুর্দান্ত জয়
প্রকাশিত : ১১:১৭ পূর্বাহ্ণ, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার ৫৩ বার পঠিত
উয়েফা নেশন্স লিগে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই জয় পেয়েছে পর্তুগাল। সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগিজরা।
দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়া জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি পর্তুগালকে। ঘরের মাঠে ম্যাচের ২১ মিনিটেই লিড নেয় স্বাগতিকরা। দিয়াগো জতার অ্যাসিস্টে গোল করেন বার্নার্দো সিলভা। ফাস্টহাফের শেষদিকে লিড ডাবল করেন জতা। ম্যাচে ফেরার চেষ্টায় ব্যর্থ হয় সুইডেন। উল্টো আরো এক গোল হজম করে সফরকারীরা। ম্যাচের ৭২ মিনিটে জোড়া গোল পূরণ করেন জতা।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে নেশন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।