রুশ প্রতিরক্ষামন্ত্রীর সেই দাবি নাকচ করে দিল ইউক্রেন
প্রকাশিত : ০৭:৪২ অপরাহ্ণ, ৩ জুলাই ২০২২ রবিবার ১৫৬ বার পঠিত
রুশ বাহিনী ইউক্রেনের লুহানস্ক প্রদেশের সর্বশেষ প্রধান ইউক্রেনীয়-নিয়ন্ত্রিত শহর লিসিচানস্ক নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তবে ইউক্রেন তার সেই দাবি নাকচ করে দিয়েছে। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ ব্যাপারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইউরি সাক বিবিসিকে বলেন, লিসিচানস্ক শহরটি রাশিয়ান বাহিনীর ‘পুরো নিয়ন্ত্রণে’ নেই।
তবে রাশিয়ার স্থল বাহিনী ‘শহরটিতে অবিরাম আক্রমণ’ করার কারণে সেখানকার পরিস্থিতি নাজুক বলেও জানান তিনি।
তিনি বলেন, ইউক্রেনীয়দের জন্য, মানুষের জীবনের মূল্যের অগ্রাধিকার সবার শীর্ষে। তাই কখনো কখনো আমরা কিছু নির্দিষ্ট এলাকা থেকে পিছু হটতে পারি যেন আমরা ভবিষ্যতে সেগুলো ফের দখলে নিতে পারি।
সেভেরোদোনেৎস্কের মতো লিসিচানস্ক যেন রুশ সেনারা দখল না করতে পারে সেজন্য গত কয়েক সপ্তাহ ধরে সেখানে শক্ত ঘাঁটি গেড়েছে ইউক্রেনীয় সেনারা। এমনকি সেভেরোদোনেৎস্কে থাকা সেনাদের লিসিচানস্কে নিয়ে আসা হয়েছিল।
এদিকে লিসিচানস্কের দখলের দাবি সত্যি হলে দোনবাসের লুহানস্কের পুরো নিয়ন্ত্রণ চলে আসবে রাশিয়ার হাতে।
যদিও রাশিয়ার দাবি উগ্র ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের হাত থেকে লুহানস্ককে স্বাধীন করা হচ্ছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।