রাষ্ট্রপতির সঙ্গে মেননের সাক্ষাৎ
প্রকাশিত : ০৮:১৩ অপরাহ্ণ, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার ১২৬ বার পঠিত
বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন রাশেদ খান মেনন। এ সময় মেননের সঙ্গে তাঁর সহধর্মিণী ও নারী ঐক্য পরিষদের সভাপতি লুৎফুন নেসা খান এমপি উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রাশেদ খান মেনন রাষ্ট্রপতি ছাড়াও সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে মো. আবদুল হামিদের ভূমিকা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান।
মেনন আশা প্রকাশ করেন, অবসরকালেও আবদুল হামিদ জাতিকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে যাবেন। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন মেনন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।