রাশিয়াকে থামানো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ: জেলেনস্কি
প্রকাশিত : ০৫:৫০ অপরাহ্ণ, ১১ জুন ২০২২ শনিবার ১২১ বার পঠিত
সিঙ্গাপুরে অনুষ্ঠিত সাঙ্গরি-লা আলোচনায় শনিবার ভার্চুয়ালি অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।
তিনি জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ শুধুমাত্র ইউক্রেনকে আক্রান্ত করেনি। এটি পুরো বিশ্বের ভবিষ্যতকে আক্রান্ত করেছেন।
ইউক্রেনকে সমর্থন জানানোয় বিশ্ব নেতাদের ধন্যবাদ জানান জেলেনস্কি।
তিনি বলেন, আপনাদের সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু এই সহযোগিতা শুধুমাত্র ইউক্রেনের জন্য না। এই সহযোগিতা আপনাদের জন্যও।
তিনি আরও বলেন, বিশ্বের ভবিষ্যত শাসন ইউক্রেনের যুদ্ধ ময়দানে নির্ধারিত হচ্ছে।
তাছাড়া রাশিয়ার ওপর বিভিন্ন অভিযোগ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।
তিনি জানান, রাশিয়ার সেনারা কৃষ্ণ সাগর ও আজভ সাগরের বন্দরগুলো অবরুদ্ধ করে রেখেছে। এ কারণে ইউক্রেন বিশ্ববাজারে তাদের খাদ্য পণ্য পাঠাতে পারছে না।
এ ব্যাপারে জেলেনস্কি বলেন, যদি রাশিয়ার অবরোধের কারণে আমরা বিশ্ব বাজারে আমাদের খাদ্য পণ্য রপ্তানি করতে না পারি তাহলে বিশ্ব কঠিন ও জটিল খাদ্য সংকটে পড়বে এবং এশিয়া এবং আফ্রিকার অনেক দেশ দুর্ভিক্ষে পড়বে।
সূত্র: আল জাজিরা
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।