রাশিয়াকে নিয়ে পশ্চিমের ‘অযৌক্তিক ভয়’ রয়েছে: ইউক্রেন
প্রকাশিত : ০৫:২৭ পূর্বাহ্ণ, ২ জুন ২০২২ বৃহস্পতিবার ১৩৯ বার পঠিত
রাশিয়াকে নিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ‘অযৌক্তিক ভয়’ রয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক। এই ভয় চলমান সংঘাতে তাদের প্রতিক্রিয়াকে প্রভাবিত করছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুদ্ধ অবসানে রাশিয়ার সঙ্গে আগের দফায় শান্তি আলোচনার সময় ইউক্রেনের প্রধান আলোচক মাইখাইলো পোডোলিয়াক ইউক্রেনের বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেন, পশ্চিমা রাজনৈতিক অভিজাতরা ‘যুদ্ধ-পূর্ব সময়ে ফিরে যেতে চায়। তারা সমস্যার সমাধান করতে চায় না’।
তাদের (পশ্চিমাদের) আর্থিক অগ্রাধিকারগুলো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, ইউক্রেনে চলমান রুশ আগ্রাসন ঠেকাতে কিয়েভে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্র পাঠানোর সংবাদ প্রকাশের পর পরই রাশিয়ার পারমাণবিক বাহিনীর মহড়ার খবর সামনে এসেছে।
বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে, মস্কোর উত্তর-পূর্বে আইভানোভো প্রদেশে রাশিয়ার পারমাণবিক বাহিনী মহড়ায় অংশ নিচ্ছে।
মন্ত্রণালয়ের সূত্র দিয়ে আরও জানানো হয়, সামরিক বাহিনীর প্রায় এক হাজার সদস্য ও ১০০টিরও বেশি যুদ্ধযান এ মহড়ায় অংশ নিচ্ছে।
মহড়ায় ওয়াইএআরএস আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপক যানও ব্যবহার করা হচ্ছে।
তবে ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সরবরাহ করতে যাওয়া নতুন অস্ত্রের বিষয়ে কিছু বলা হয়নি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।