বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

রামোসের বিদায়, যা বললেন নেইমার-এমবাপ্পেরা

প্রকাশিত : ০৫:১৩ অপরাহ্ণ, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার ৪১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দীর্ঘ ১৮ বছরের সফল ক্যারিয়ারের ইতি টেনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার সার্জিও রামোস। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে অবসরের বিষয়টি জানান পিএসজির এই ডিফেন্ডার।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রামোস জানিয়েছেন, কোচের সঙ্গে কথা বলেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।

২০১০ বিশ্বকাপে স্পেনের জার্সিতে খেলছেন রামোস। সবশেষ ২০২১ সালের মার্চে স্পেনের হয়ে মাঠে নেমেছিলেন রামোস। দেশের হয়ে রেকর্ড ১৮০ ম্যাচে খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে করেছেন ২৩ গোল।

রামোসের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ছুঁয়ে গেছে ভক্ত-সমর্থক ও সতীর্থদের। নেইমার, এমবাপ্পে ও ভিনিরা রামোস ও তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারকে শ্রদ্ধা জানিয়ে বার্তা দিয়েছেন।

বর্তমানে পিএসজিতে মেসি-নেইমার-এমবাপ্পেদের সঙ্গে জুটি বেঁধে খেলছেন রামোস। বিদায়বেলায় রামোসকে শ্রদ্ধা জানিয়ে পিএসজি তারকা এমবাপ্পে লিখেছেন— ‘সেরা’। রামোসের আরেক পিএসজি সতীর্থ আশরাফ হাকিমি লিখেছেন— ‘তোমার প্রতি শ্রদ্ধা।’

কিছু না লিখলেও হাততালির ইমোজি দিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। রিয়ালের বর্তমান তারকা ভিনিসিয়াস জুনিয়র একটি মুকুটের ইমোজি দিয়েই রামোসকে নিয়ে যা বলার বলে দিয়েছেন। রিয়াল তারকা রদ্রিগো লেখেন, ‘সব কিছুর জন্য অভিনন্দন অধিনায়ক।’ লুকাস ভাসকেস লিখেছেন, ‘তুমি কিংবদন্তি’।

সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ রাফায়েল ভারানে বিদায়বেলায় রামোসকে ‘কিংবদন্তি’ বলে সম্বোধন করেছেন। আরেক রিয়াল সতীর্থ লুকা মডরিচ ও হামেস রদ্রিগেজের কাছেও রামোসের পরিচয় ‘কিংবদন্তি’।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT