রাজবাড়ী ০১ আসন থেকে কেন্দ্রিয় ছাত্রলীগে পদ পেলেন নিলায়ন বাপ্পি।
প্রকাশিত : ১০:০৭ অপরাহ্ণ, ১৩ অক্টোবর ২০১৯ রবিবার ৫৪৫ বার পঠিত
রাজবাড়ী ১ আসন থেকে এই প্রথম বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে পদ পেলেন নিলায়ন বাপ্পী। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন। নিলায়ন বাপ্পী এর পূর্বে ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, কলাবাগান থানা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, ১৬ নং ওয়াড, বৃহত্তম ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সদস্য, হাতিরপুল ইউনিট ১৬ নং ওয়াড ছাত্রলীগের সাবেক সভাপতি দায়িত্ব পালন করেছেন। রাজবাড়ী বাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান হয়। রাজবাড়ী বাসী বলেন- নিলায়ন বাপ্পি আমাদের গর্ব, রাজবাড়ীর গর্ব, এবং সারা বাংলাদেশের গর্ব। নিলায়ন বাপ্পি বলেন – আমি গর্বিত আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হতে পেরে। তিনি আরো বলেন আমি অসহায় গণমানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে চাই, অন্যায়ের কাছে আমি আপোষহীন, দলের হয়ে কেউ অন্যায় করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি সর্বশেষ জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।