রাজবাড়ীতে গলায় মাংসের হাড় আটকে প্রাণ গেল শিশুর
প্রকাশিত : ০৬:০৩ অপরাহ্ণ, ১১ জুলাই ২০২২ সোমবার ২৮৬ বার পঠিত
রাজবাড়ীতে গলায় মাংসের হাড় আটকে আলিফ (১৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে আলিফ। রোববার রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। স্থানীয় মোহন মিশন স্কুলের ছাত্র ছিল সে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে ঈদ করতে পাংশা যায় আলিফ। সেখানে মাংস খাওয়ার সময় গলায় একটি হাড় আটকে যায়। মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গলা থেকে হাড়টি খুলে বাড়ি আনা হয়। বাড়ির আনার পর আবার অসুস্থ হয়ে পড়ে সে। দ্বিতীয় দফায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাজবাড়ী পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর তুহিন মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ দাফনের জন্য পরিবারেরর সদস্যরা গ্রামের বাড়ি কালুখালীর মদাপুরে নিয়ে গেছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।