রাজধানীর বিভিন্ন এলাকায় ১ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে
প্রকাশিত : ০৫:২১ অপরাহ্ণ, ১৭ অক্টোবর ২০২২ সোমবার ৮৪ বার পঠিত
রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার এক থেকে আট ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) দেওয়া লোডশেডিংয়ের সূচিতে এমনটিই দেখা গেছে।
আজ ডিপিডিসির আওতাধীন বেশিরভাগ এলাকায় তিন থেকে চার ঘণ্টা লোডশেডিং করা হবে বলে তালিকায় দেখা গেছে। তবে শ্যামপুরের কয়েকটি স্থানে আট ঘণ্টা লোডশেডিং হতে পারে। তবে ঢাকা ও এর আশপাশের এলাকার বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা দুই প্রতিষ্ঠানই বলেছে, বিদ্যুৎ-বিভ্রাট ও পরিস্থিতির প্রেক্ষাপটে এ সূচির পরিবর্তন হতে পারে।
বিদ্যুৎ-সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত হয় ১৮ জুলাই। ১৯ জুলাই থেকে দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং কার্যকর হয়।
চলতি অক্টোবর থেকে লোডশেডিং কমবে বলে জানিয়েছিল সরকার, কিন্তু তা হয়নি। বরং লোডশেডিং আরও বেড়েছে। এ নিয়ে জনদুর্ভোগ বেড়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।