রাজধানীতে ১৮ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ আটক ৪
প্রকাশিত : ১২:২৯ অপরাহ্ণ, ২১ নভেম্বর ২০২০ শনিবার ২১৯ বার পঠিত
রাজধানীতে অভিযান চালিয়ে প্রতারণা ও জালিয়াতি একটি চক্রের চার সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের রমনা বিভাগ।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে এই চক্রের চারজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৮ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প, ডাক টিকিট, কোর্ট ফি এবং জাল স্ট্যাম্প প্রস্তুতের বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।