রাজধানীতে ইয়াবাসহ এএসআই গ্রেফতার
প্রকাশিত : ১০:৩৬ পূর্বাহ্ণ, ৯ নভেম্বর ২০২০ সোমবার ১৩৪ বার পঠিত
রাজধানীর গেন্ডারিয়ার মিল ব্যারাক এলাকা থেকে ১৪৮ পিস ইয়াবাসহ মো. আজিজ নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) গ্রেফতার করা হয়েছে। তিনি রাজধানীর যাত্রাবাড়ী থানায় কর্মরত ছিলেন।
রবিবার (৮ নভেম্বর) তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে র্যাব-১০। রাতে এএসআই আজিজকে গেন্ডারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার রাতে গ্রেফতার এএসআই আজিজকে গেন্ডারিয়া থানায় হস্তান্তর করেছে র্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।