যৌথভাবে গাড়ি উৎপাদনের পরিকল্পনা ইরান তুরস্ক ও রাশিয়ার
প্রকাশিত : ০৪:৫২ অপরাহ্ণ, ৪ জুলাই ২০২২ সোমবার ১০৫ বার পঠিত
ইরান, তুরস্ক ও রাশিয়া খুব শিগগির যৌথভাবে গাড়ি উৎপাদনের চিন্তা করছে।
এ বিষয়ে ইতোমধ্যে বেসরকারি শিল্প খাত থেকে তিন দেশের সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। ইরানের একজন ব্যবসায়ী এ তথ্য দিয়েছেন। খবর তেহরান টাইমসের।
ইরানের গাড়ির যন্ত্রাংশ নির্মাণকারী অ্যাসোসিয়েশনের প্রধান মোহাম্মাদ রেজা নাজাফি মানেশ রোববার বলেছেন, তুর্কি শিল্পকারখানা থেকে প্রথম এ ধারণা সামনে আনা হয়।
যৌথভাবে গাড়ি নির্মাণ করার জন্য তারা ইরান ও রাশিয়ার সঙ্গে একটি কনসোর্টিয়াম প্রতিষ্ঠার কথা বলেছে। রাশিয়া এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।
রেজা নাজাফি মানেশ বলেন, তিন দেশের শিল্পবিষয়ক কর্মকর্তাদের কাছে এই প্রস্তাব পেশ করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি তিন দেশের এই সম্ভাবনা বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা আছে।
তিনি বলেন, যন্ত্রাংশ নির্মাণ করার বিষয়ে তুরস্কের সক্ষমতা রয়েছে। অন্যদিকে ইরান ও রাশিয়ার কাছে রয়েছে গাড়ির নকশা ও উৎপাদন প্লাটফর্ম। এগুলো ব্যবহার করে তিন দেশই লাভবান হতে পারে।
ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ার পর গাড়ি সরবরাহ ঠিক রাখতে ইরান ও তুরস্কের মতো দেশকে খুঁজছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।