বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি ◈ একুশেই মিলবে স্টার্টআপ ঋণ, সুদ হার মাত্র ৪ শতাংশ ◈ আলিম ও কারিগরি এইচএসসির সারাদেশের পরীক্ষা স্থগিত ◈ কুমিল্লা শিক্ষাবোর্ডের কালকের এইচএসসি পরীক্ষা স্থগিত ◈ গাজায় মানবাধিকার লঙ্ঘনের তদন্তকারীর ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ◈ ট্রাম্পের সমালোচনার পর ইউক্রেনে রাশিয়ার রেকর্ড সংখ্যক ড্রোন হামলা ◈ মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ ◈ নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগষ্ট হত্যাকাণ্ডের চিত্র ◈ বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্ঘটনায় চীনা প্রকৌশলী নিহত ◈ ফেনীতে নতুন নতুন এলাকা প্লাবিত, নেই বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক

যে কারণে আগে বিয়ে করার উপদেশ দিলেন শাহরুখ

প্রকাশিত : ০৫:২৬ অপরাহ্ণ, ১৯ ডিসেম্বর ২০২২ সোমবার ১৬০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে বলিউড বাদশা শাহরুখ খানের নতুন ছবি ‘পাঠান’। এ ছবির হাত ধরেই দীর্ঘ চার বছর পর ফের পর্দায় ফিরতে চলেছেন কিং খান। যদিও এই বছর ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে তাকে একটি ক্যামিও চরিত্রে দেখা গেছে।

শনিবার অভিনেতা টুইটারে একটি ‘আস্ক মি এনিথিং’ সেশন খুলেন। আর সেখানেই তিনি তার ভক্তদের করা সব প্রশ্নের উত্তর দেন। আর সেই উত্তর দিতে গিয়েই কিং খান বলেন, পাঠান যেদিন মুক্তি পাচ্ছে, সেদিন বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, তাদের জন্য একটা ছোট্ট উপদেশ হলো— আগে বিয়ে করেন পরে হানিমুনে ‘পাঠান’ সিনেমা দেখেন।

এক ভক্ত কিং খানকে বলেন, ‘স্যার আমি ২৫ তারিখ বিয়ে করছি। আপনি কি প্লিজ ছবিটা ২৬ জানুয়ারি মুক্তি করবেন? তা হলে খুব ভালো হয়। ধন্যবাদ।’

ভক্ত অনুরোধ করলেও বাদশা কিন্তু ছবি মুক্তির দিন পেছানোর ইচ্ছে নেই। তিনি বললেন, এক কাজ কর, তুমিই বরং ২৬ জানুয়ারি বিয়েটা করে ফেল। তা ছাড়া ওই দিন তো ছুটিও আছে!

আরেক ভক্ত লেখেন— ২৬ তারিখ বিয়ে ঠিক হয়ে গেছে। কী করব? এর উত্তরে শাহরুখ বলেন, আগে বিয়ে করে নে, হানিমুনে গিয়ে ছবি দেখিস!

অভিনেতা যে বরাবর এমনই মজার উত্তর দিয়ে থাকেন সে সবারই জানা। এবারও তার ব্যতিক্রম হলো না। এদিন তিনি আরও একাধিক প্রশ্নের উত্তরেই এমন মজার সব কথা বলেছেন। এক ব্যক্তি লিখেছেন— পাঠান ছবির প্রথম দিন কেমন হবে? কী মনে হচ্ছে? উত্তরে অভিনেতা লেখেন— আমি ভবিষৎ গণনার ব্যবসায়ে নামিনি এখনো। আমি তোমাদের সবাইকে বিনোদন দেওয়ার ব্যবসায়ে আছি, তোমাদের সবাইকে হাসিখুশি দেখতে চাই।

অভিনেতা জানান, তার ছবির অফিসিয়াল ট্রেলার এবং দ্বিতীয় গান শিগগিরই মুক্তি পেতে চলেছে। তিনি লেখেন— পাঠানের জন্য আমরা সর্বত্রভাবে চেষ্টা করছি।

তবে ইতোমধ্যে বিজেপিসহ একাধিক হিন্দু সংগঠন এ ছবি বয়কটের ডাক তুলেছে। তাদের দীপিকার পোশাক এবং তার রঙ নিয়ে ঘোর আপত্তি রয়েছে। অন্যদিকে উলেমা বোর্ডের তরফে বলা হয়েছে— ছবির নাম পাল্টাতে। ফলে এ ছবি নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েই চলেছে, থামার নাম নেই। যদিও শাহরুখ খান কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এই বয়কট ট্রেন্ডের ব্যাপারে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সোশ্যাল মিডিয়ার সংকীর্ণতা আখেরে সিনেমার ক্ষতি করছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা। বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা। ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস। মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও। পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান। ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ। বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি। নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে। সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন। প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT