শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুবলীগ নেতাকে মঞ্চে বসতে না দেওয়ায় আ.লীগের সমাবেশে হামলা!

প্রকাশিত : ১০:৪৫ অপরাহ্ণ, ৫ জুন ২০২২ রবিবার ১৬৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশের মঞ্চে মহানগর যুবলীগ নেতা এনামুল হক নিঝুমকে বসতে না দেওয়ায় তার সমর্থিত নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে আসা দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

এ সময় প্রায় শতাধিক চেয়ার দলীয় নেতাকর্মীদের উপর ছোড়া হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার পর আতঙ্কে দলীয় নেতাকর্মীরা সভাস্থল ত্যাগ করেন।

এমন উত্তপ্ত পরিবেশ শান্ত করতে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্ল্যাহ খানের হাতে মাইক তুলে দেওয়া হয়। প্রায় ২০ মিনিটের বেশি সময় লাগে তার সমাবেশস্থল শান্ত করতে। পরে আবার দলীয় নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে থাকেন।

শনিবার বিকালে গাজীপুর চৌরাস্তায় অনুপম সুপার মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক। তবে হামলার সময় তিনি না থাকলেও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্ল্যাহ খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল উপস্থিত ছিলেন। পরে আ ক ম মোজাম্মেল হক যোগ দেন সমাবেশে।

বিক্ষোভ সমাবেশে আসা একাধিক দলীয় নেতাকর্মী বলেন, এনামুল হক নিঝুম মহানগরের একটি থানা ইউনিটে যুবলীগের রাজনীতি করেন। তার কোনো পদবি নেই। মহানগর আওয়ামী লীগের সমাবেশে জেলা ও মহানগরের সিনিয়র নেতারা মঞ্চে বসার পর আর চেয়ার ফাঁকা ছিল না। তখন নিঝুম চেয়ার না পেয়ে নিচে নেমে যান। এটি দেখেই তার সমর্থিত নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এসে নেতাকর্মীদের ওপর হামলা চালালে মুহূর্তের মধ্যেই সমাবেশ কর্মীশূন্য হয়ে যায়।

তবে এসব বিষয় অস্বীকার করে মহানগর যুবলীগ নেতা এনামুল হক নিঝুম বলেন, তিনি যখন মিছিল নিয়ে মঞ্চের দিকে যাচ্ছেন সেই সময় মঞ্চের কাছে থাকা কিছু নেতাকর্মী তার সমর্থকদের ওপর হামলা চালায়।

মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্ল্যাহ খান বলেন, আওয়ামী লীগের সমাবেশে যারা হামলা চালিয়েছে তারা অনুপ্রবেশকারী। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেবে না মহানগর আওয়ামী লীগ।

বাসন থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, সমাবেশে কিছু লোকজন গোলযোগ করার চেষ্টা করেছিল। তবে পুলিশের উপস্থিতি থাকায় তারা করতে পারেনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT