যুদ্ধের ১০০তম দিনে যা বললেন জেলেনস্কি
প্রকাশিত : ১০:১৪ অপরাহ্ণ, ৩ জুন ২০২২ শুক্রবার ১৫৮ বার পঠিত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১০০তম দিনে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছেন। তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন, বিজয় হবে আমাদের (ইউক্রেনের)।
জেলেনস্কি যে ভিডিওটি প্রকাশ করেছেন সেখানে দেখা যাচ্ছে তার উপদেষ্টাসহ ইউক্রেনের গুরুত্বপূর্ণ কয়েকজন রাজনৈতিক নেতা পাশে দাঁড়িয়ে আছেন।
যারা জেলেনস্কির পাশে দাঁড়িয়ে আছেন তাদের নিয়ে রাশিয়া হামলা করার পরপরেই প্রেসিডেন্টের বাসভবনের সামনে ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
নতুন যে ভিডিওটি প্রকাশ করেছেন সেটিও প্রেসিডেন্টের বাসভবনের সামনে।
যুদ্ধের ১০০তম দিনে প্রকাশ করা ভিডিওতে জেলেনস্কি বলেছেন, আমাদের দল অনেক বড়। ইউক্রেনের সেনাবাহিনী এখানে আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ-সাধারণ জনগণ, আমাদের দেশের সাধারণ জনগণ এখানে আছেন, ১০০ দিন ধরে ইউক্রেনকে রক্ষা করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, বিজয় আমাদের হবে।
এদিকে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে প্রথম হামলা চালায় রাশিয়া। ওই সময় তাদের লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ দখল করা। কিন্তু সে মিশনে ব্যর্থ হওয়ার পর দোনবাস দখলে মনযোগ দেয় তারা।
দোনবাসে রাশিয়া এখন যে অভিযান চালাচ্ছে সেই অভিযানে অবশ্য তারা সাফল্য পাচ্ছে।
সূত্র: বিবিসি, ফ্রান্স২৪
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।