বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি ◈ একুশেই মিলবে স্টার্টআপ ঋণ, সুদ হার মাত্র ৪ শতাংশ ◈ আলিম ও কারিগরি এইচএসসির সারাদেশের পরীক্ষা স্থগিত ◈ কুমিল্লা শিক্ষাবোর্ডের কালকের এইচএসসি পরীক্ষা স্থগিত ◈ গাজায় মানবাধিকার লঙ্ঘনের তদন্তকারীর ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ◈ ট্রাম্পের সমালোচনার পর ইউক্রেনে রাশিয়ার রেকর্ড সংখ্যক ড্রোন হামলা ◈ মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ ◈ নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগষ্ট হত্যাকাণ্ডের চিত্র ◈ বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্ঘটনায় চীনা প্রকৌশলী নিহত ◈ ফেনীতে নতুন নতুন এলাকা প্লাবিত, নেই বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক

যুদ্ধের বর্ষপূর্তিতে চীন-রাশিয়া সম্পর্কের শো-অফ

প্রকাশিত : ০৫:৩৫ অপরাহ্ণ, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার ১২০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাশিয়া ও চীন বুধবার তাদের গভীর সম্পর্ক প্রদর্শন করেছে, যখন চীনা কমিউনিস্ট পার্টির সবচেয়ে সিনিয়র পররাষ্ট্রনীতি বিষয়ক কর্মকর্তা মস্কো সফর করেন। স্বাভাবিক কারণেই অন্যরা মনে করছে, ইউক্রেন যুদ্ধে ক্রেমলিনকে শক্ত সমর্থন দিতে পারে বেইজিং।

শীতল যুদ্ধের পর থেকে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যকার সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। অপরদিকে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। চলতি সপ্তাহে ওয়াশিংটনের সঙ্গে করা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করেছে মস্কো। রাশিয়ার এ পদক্ষেপের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে ওয়াশিংটন উদ্বেগ প্রকাশ করেছে যে, চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে পারে চীন।

চীনা কূটনীতিক ওয়াং ই মস্কো সফরে গেলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের মধ্যে সম্পর্কের ভূষসী প্রশংসা করেছেন। এমনকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়া সফর করবেন বলে আশা করছে ক্রেমলিন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, আগামী এপ্রিল অথবা মে মাসের শুরুতে মস্কো যেতে পারেন চীনা নেতা।

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফরে রুশ নেতা ক্রমবর্ধমান আন্তর্জাতিক উত্তেজনার প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, এই প্রেক্ষাপটে চীন ও রাশিয়ার সহযোগিতা আন্তর্জাতিক পরিস্থিতি স্থিতিশীল করার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যদিও ওয়াং ই বলেছেন, ‘চীনা-রাশিয়ার সম্পর্ক তৃতীয় কোনো দেশের বিরোধিতার জন্য নয়, একইসঙ্গে তা তৃতীয় কোনো দেশের চাপও মেনে নেবে না।’

পুতিনের সঙ্গে বৈঠকের আগে বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন ওয়াং। ওই সময় ল্যাভরভ বলেছেন, আমাদের সম্পর্ক গতিশীলতার সঙ্গে জোরদার হতে চলেছে। বিশ্ব অঙ্গনে তীব্র অশান্তি সত্ত্বেও আমরা একে-অপরের স্বার্থ রক্ষায় সক্রিয়তা দেখিয়েছি।

ইউক্রেন ইস্যুতে ক্রেমলিনকে উস্কানি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে দায়ী করেছে চীন। সেই সঙ্গে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার সমালোচনাও করেছে বেইজিং। কিন্তু ইউক্রেনে পুতিন প্রশাসনের হামলার সমালোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে কমিউনিস্ট রাষ্ট্রটি।

রাশিয়ার পক্ষ থেকে নিউ স্টার্ট ট্রিটি চুক্তি স্থগিত করার বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে এ চুক্তি অতি গুরুত্বপূর্ণ। বেইজিং আশা করে, দুই পক্ষ তাদের মধ্যকার মতপার্থক্যগুলো যথাযথভাবে সমাধান করবে।

অপরদিকে তাইওয়ান ইস্যুতে চীন-মার্কিন সম্পর্কে উত্তেজনার মধ্যে চীনকে জোরালোভাবে সমর্থন করেছে রাশিয়া। শুধু তাই নয়, প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশ তাদের গভীর সম্পর্ক প্রদর্শন করছে সামরিক মহড়ার মাধ্যমে। চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা ভারত মহাসাগরে চলতি সপ্তাহে নৌ মহড়ার আয়োজন করছে।

দুই দেশের এই মাখামাখিকে ভালোভাবে নিচ্ছে না পশ্চিমা বিশ্ব। উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছেন, ক্রেমলিনের যুদ্ধ প্রচেষ্টায় চীনের যেকোনো অংশগ্রহণ একটি ‘গুরুতর সমস্যা’ হিসেবে আবির্ভূত হবে।

এদিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গও বুধবার এক সাক্ষাৎকারে বলেছেন, চীন রাশিয়াকে অস্ত্র সহায়তা দিতে পারে- তাদের কাছে এমন ইঙ্গিত রয়েছে। পোল্যান্ডের রাজধানী ওয়ারশ-তে বার্তা সংস্থা এপির প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। চীন এমন উদ্যোগ নিলে তা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হবে উল্লেখ করে ন্যাটোপ্রধান বেইজিংকে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার জোরালো আহ্বান জানিয়েছেন।

চীনের সরকার-সমর্থিত বিশেষজ্ঞরা মস্কোর সঙ্গে বেইজিংয়ের সম্পর্কের বিষয়ে ওয়াশিংটনের সতর্কতা প্রত্যাখ্যান করেছেন। সেই সঙ্গে তারা মার্কিন দৃষ্টিভঙ্গিকে মেরুকরণ ও বিকৃত হিসেবে বর্ণনা করেছেন।

চীনা একাডেমি অব সোশ্যাল সায়েন্সের রাশিয়ান, ইস্টার্ন ইউরোপিয়ান এবং সেন্ট্রাল এশিয়ান স্টাডিজ ইনস্টিটিউটের সহযোগী গবেষণা ফেলো ঝাং হংকে উদ্ধৃত করে গ্লোবাল টাইমস বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা রাশিয়া-ইউক্রেন সংঘাতকে ‘রঙিন চশমার মাধ্যমে দেখেছে’।

ইংরেজি ভাষার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমটি ঝাংকে উদ্ধৃত করে আরও বলেছে, ‘বিষয়টা যেন এমন যে, কেউ যদি রাশিয়ার সঙ্গে কথা বলে, তাহলেই সে ইউক্রেন দ্বন্দ্বে মস্কোর পক্ষ নিল।’

বার্তা সংস্থা এপি বলছে, যুদ্ধ কিভাবে বিপজ্জনকভাবে নতুন ভূখণ্ডে ছড়িয়ে পড়তে পারে, তার আরেকটি উদাহরণ হলো চীন ও রাশিয়ার মধ্যকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন। নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন। তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT