যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিলে আরও ১৬শ মানুষ
প্রকাশিত : ১০:৫৩ পূর্বাহ্ণ, ২০ মে ২০২০ বুধবার ৪৪৮ বার পঠিত
যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুমিছিল থামছেই না। গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছে আরও প্রায় ১৬শ মানুষ। মঙ্গলবারের এই মৃত্যুর ফলে মার্কিন মুলুকে এখন মোট মৃত্যুর সংখ্যা ৯৩ হাজার ছাড়িয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ১৫৫২ জন। ফলে সেখানে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৯৩ হাজার ৫৩৩ জনে। মঙ্গলবার নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২০ হাজার ২৮৯ জন। এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। অর্থাৎ সেখানে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।
এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৬১ হাজার ১৮০ জন। এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছে আরও ১১ লাখ ১৫ হাজার ৮৭০ জন। এদের মধ্যে ১৭ হাজারের অবস্থা আশঙ্কাজনক। অর্থাৎ সেখানে করোনায় মৃত্যুর সংখ্যা দু একদিনের মধ্যেই ১ লাখ ছাড়িয়ে যাবে।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউইয়র্ক রাজ্যে, প্রায় ২৩ হাজার। ওই রাজ্যে আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ৩ লক্ষ মানুষ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬১ হাজার। ক্যালিফোর্নিয়াতে আক্রান্ত ৮১ হাজারের বেশি, মৃত্যু ৩ হাজার।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।