যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত
প্রকাশিত : ০৯:৩৭ পূর্বাহ্ণ, ৮ জুন ২০২২ বুধবার ১১৮ বার পঠিত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বসতবাড়ির ওপর আছড়ে পড়েছে বিমান। তবে জীবিত আছেন বিমানের পাইলট! বিমানে পাইলাট ছাড়া আর কেহ ছিল না।
মঙ্গলবার এই বিরল ঘটনা দেখলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। খবর এপির।
দেশটির বিমান পরিবহণ কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ হেমেট শহরে বিধ্বস্ত হয় উড়োযানটি। পাইলট নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বিমানটি আছড়ে পড়ে একটি বাড়ির ওপর। বিমানে থাকা একমাত্র আরোহী পাইলট গুরুতর আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা চলছে।
বাড়ির ওপর বিমানটি আছড়ে পড়লেও ওই বাড়িতে অবস্থানরত দুই বাসিন্দা অক্ষত রয়েছেন। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। বিমানটি বিধ্বস্তের কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।