যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্রের মজুদ ধ্বংসের দাবি রাশিয়ার
প্রকাশিত : ০৮:৫৮ অপরাহ্ণ, ১৯ জুলাই ২০২২ মঙ্গলবার ১১৪ বার পঠিত
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার দাবি করেছে, তাদের সেনারা বন্দর শহর ওডেসায় মিসাইল হামলা চালিয়েছে। ওডেসার কয়েকটি গুদামে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্র মজুদ করে রাখা হয়েছিল। সেগুলো ধ্বংস করে দিতে এ হামলা চালানো হয়।
তবে রুশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়নি ঠিক কতগুলো গুদাম লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। তাছাড়া সেসব গুদামে কি ধরনের অস্ত্র মজুদ করা ছিল সেটিও জানায়নি তারা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের করা এ দাবির সত্যতাও যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
এদিকে ইউক্রেনের পক্ষ থেকে মঙ্গলবার স্থানীয় সময় সকালে জানানো হয়, ওডেসার ডাচনে গ্রামে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া এবং এ হামলায় চারজন ব্যক্তি আহত হয়েছেন।
রাশিয়া ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করার পর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়া শুরু করে।
এর কয়েকদিন পর রাশিয়া জানায় পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যেসব সহায়তা দিচ্ছে সেগুলো তারা হামলা চালিয়ে ধ্বংস করে দিচ্ছে।
সূত্র: আল জাজিরা
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।