বুধবার ০৪ অক্টোবর ২০২৩, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মোহামেডান ক্লাবে আগুন, ভেতরেই ঘুমিয়েছিলেন অধিনায়ক

প্রকাশিত : ০৫:৩৭ অপরাহ্ণ, ৩ জুন ২০২২ শুক্রবার ৯৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বড় দুর্ঘটনা থেকে বাঁচল ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় রাজধানীর মতিঝিলে এনএসসি ব্যাংকের সামনে আগুন লাগে। ব্যাংকের পাশেই মোহামেডান ক্লাব।

বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে আগুনের সূত্রপাত। আগুনের লেলিহান শিখা মোহামেডান স্পোর্টিং ক্লাবেও প্রায় ছড়িয়ে যাচ্ছিল। তবে দমকল বাহিনী এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলে সে যাত্রায় বেঁচে যায় ক্লাবটি।

ক্লাবের স্টাফ মোহাম্মদ মোহন বলেন, ‘আল্লাহর রহমত ও সবার দোয়ায় ক্লাবটি বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। আর পাঁচ মিনিট আগুন থাকলে ক্লাবের অনেক অংশ পুড়ে যেত।’

ক্লাবের পরিচালক জামাল রানা বলেন, ‘মোহামেডান ক্লাবের ওপর আল্লাহর রহমত আছে, না হলে আরও বড় বিপদ হতে পারত।’

জানা গেছে, আগুন লাগার সময় মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে ক্লাবে একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। সুলেমানের কক্ষটি ছিল আগুন লাগা বৈদ্যুতিক খুঁটির সঙ্গেই। ফলে আগুন লাগার পর খুব কম সময়ের মধ্যে তা সুলেমানের ঘরের ছাউনি স্পর্শ করে। এরই মধ্যে ক্লাবের স্টাফরা তাকে ডেকে তোলেন। তিনি ঘুম থেকে উঠে পাসপোর্ট নিয়ে কোনোমতে রুম ত্যাগ করেন।

ক্লাবের ভেতরে পর্যবেক্ষণ করে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় মোহামেডান ক্লাব বড় ধ্বংসের হাত থেকে মুক্তি পেয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT