মোহনগঞ্জে গাঁজা সেবনরত অবস্থায় আটক ৩
প্রকাশিত : ০৬:২৭ অপরাহ্ণ, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার ১,০৩৫ বার পঠিত
নেত্রকোনার মোহনগঞ্জে গাঁজা সেবনরত অবস্থায় ৩ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল উপজেলার সুয়াইর ইউনিয়নের জনদপুর এলাকার সাতমা ধলাই নদীর পাড়ের খোলা জায়গা থেকে তাদের আটক করা হয়।
পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে শনিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন, জনদপুর গ্রামের মৃত আঃ মজিদের ছেলে শফিকুল ইসলাম শফিক (৩৬), একই গ্রামের আব্দুল হাসিমের ছেলে জুবায়েদ হোসেন (২৪) এবং মদন থানার জাহাঙ্গীর পুর গ্রামের মৃত
হাফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (২২)।
মোহনগঞ্জ থানার ডিউটি অফিসার এ এস আই ইমরুল আলোকিত সকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।