মেক্সিকোতে হারিকেন ‘গ্রেসের’ আঘাতে ৮ জনের প্রাণহানি
প্রকাশিত : ০৯:৩০ পূর্বাহ্ণ, ২২ আগস্ট ২০২১ রবিবার ১০৯ বার পঠিত
মেক্সিকো উপকূলে আঘাত হানা হারিকেন গ্রেসের তাণ্ডবে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো কয়েকজন। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার মেক্সিকোর পূর্বাঞ্চলীয় উপকূলে ক্যাটাগরি ৩ শক্তি নিয়ে আঘাত হানে সামুদ্রিক ঝড়টি। এতে ভয়াবহ বন্য ও মাটি ধসে আটজনের মৃত্যু হয়। তবে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মেক্সিকোর জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, আঘাতের সময় গ্রেসের বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় অন্তত ১২০ মাইল। যা পরবর্তী কয়েক ঘণ্টা উপকূলজুড়ে তাণ্ডব চালায়। পরে শক্তি হারিয়ে এটি মৌসুমি ঝড়ে পরিণত হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।