মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে কোনরকম গাফিলতি করা যাবে না
প্রকাশিত : ০৫:৫৪ অপরাহ্ণ, ১৭ জুলাই ২০২২ রবিবার ১২৬ বার পঠিত
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, মুক্তিযোদ্ধাদের কারণেই আজকে আমরা সংসদ সদস্য হতে পেরেছি। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে কোনরকম গাফিলতি করা যাবে না। কোন ধরণের অভিযোগ যেন শুনতে না হয়। মুক্তিযোদ্ধাদের স্মরণীয় এবং বরনীয় করে রাখার জন্যে আমরা অবশ্যই কিছু করতে চাই। মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে তাদের কাজগুলো সম্পন্ন করতে হবে।
রবিবার (১৭ জুলাই) বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মতলব দক্ষিণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ছোট। এ হাসপাতালের সামনে অনেক অবৈধ ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। যদি অবৈধ হয়ে থাকে তাহলে সেগুলোর ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। মতলব বেড়িবাঁধ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে। আশাকরি এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।
এমপি বলেন, সরকার স্বাস্থ খাতে প্রচুর বরাদ্দ দিচ্ছে। সরকার বিশেষ কিছু ক্ষেত্রেও বরাদ্দ বাড়িয়েছে। এসব বরাদ্দের অর্থ সঠিকভাবে ব্যবহার করতে হবে। ফায়ার সার্ভিস মতলব দক্ষিণের জন্যে চ্যালেঞ্জিং ছিলো। প্রায়ই একাধিকবার অগ্নিকান্ডের ঘটনা ঘটতো। আমরা চাই স্বল্পসময়ের মধ্যে এ ফায়ার সার্ভিস উদ্বোধন হবে।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, ঈদের সময় শহরের ভিতরে ট্রাক চলাচলের জন্যে অনেক ফোন এসেছিলো কিন্তু আমরা তা চলাচলের অনুমোদন দেইনি। দিনের বেলায় শহরে ট্রাক চলাচল বন্ধের সিদ্ধান্ত অব্যাহত থাকবে। এছাড়াও যানজট নিরসনের জন্যে আইনশৃঙ্খলা সভায় আলোচনা হয়েছে। এব্যাপারে কমিটি গঠন করা হয়েছে। শীগগীরই কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত দিবে।
বাজেটের বিষয় জেলা প্রশাসক বলেন, এখন হচ্ছে আমাদের প্রকৃত পরিকল্পনা করার সময়। বছরের প্রথম থেকেই বাজেট নিয়ে কাজ করলে বাজেট বরাদ্দ গুলো সঠিকভাবে কাজ করা সম্ভব হয়।
উপজেলার নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, সড়কে থাকা বীর মুক্তিযোদ্ধাদের যেসকল ফলক ভেঙে গেছে বা কালার নষ্ট হয়ে গেছে সে সকল ফলক দ্রুতই সংসরকার করে তা দৃশ্যমান করে দিতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন, সাবেক জেলা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, এনএসআই উপপরিচালক শাহ্ আরমান আহমেদ, সদর উপজেলা স্বাস্থ্য প. প কর্মকর্তা ডা. সাজেদা পলিন প্রমূখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।