রবিবার ০৬ অক্টোবর ২০২৪, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় তেল ও গ্যাস শিল্প মেলায় পুরস্কার পেলেন বাংলাদেশি হাসান

প্রকাশিত : ০৫:৫৪ পূর্বাহ্ণ, ৩০ সেপ্টেম্বর ২০২৪ সোমবার ৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মালয়েশিয়ায় তেল ও গ্যাস শিল্প মেলায় উদ্ভাবকের পুরস্কার পেয়েছেন প্রবাসী বাংলাদেশি গবেষক হাসান তারিফ। অপটিক্যাল ফাইবার রেডিয়েশন সার্ভে মিটার উদ্ভাবনে তিনি এ পুরস্কার পান।
সম্প্রতি তিন দিনব্যাপী অনুষ্ঠিত তেল ও গ্যাস শিল্প মেলায় মালয়েশিয়া পেট্রোলিয়াম (পেট্রোনাস) এলাইপ এসডিএন বিএইচডির প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যাডভাইজার, গবেষক মো. জুবায়ের হাসান তারিফকে পুরস্কার প্রদান করেন।

হাসান তারিফের হাতে পুরস্কার তুলে দেন মালয়েশিয়া পেট্রোলিয়াম ম্যানেজমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দাতুক ইঞ্জিনিয়ার বাচো পিলং। এ সময় উপস্থিত ছিলেন এলাইপ এসডিএন বিএইচডির, সিনিয়র ইঞ্জিনিয়ার নাদজিম গনিসহ আরও অনেকে।

তেল ও গ্যাস শিল্প মেলায় অংশগ্রহণকারী ৪০টি প্রকল্পের মধ্যে ৬টি প্রকল্পের উদ্ভাবকদের পুরস্কার প্রদান করে মালয়েশিয়ার পেট্রোলিয়াম (পেট্রোনাস)।

হাসান তারিফ বলেন, এলাইপের উদ্ভাবন একটি অপটিক্যাল ফাইবার রেডিয়েশন সার্ভে মিটার, যা তেল এবং গ্যাস টিউবুলারগুলোতে দূষণের দূরবর্তী পর্যবেক্ষণের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ডিজাইন করা হয়েছে। এই উদ্ভাবন, পেটেন্ট কো-অপারেশন ট্রিটির (পিসিটি) অধীনে ১২০টি দেশে পেটেন্ট করা হয়েছে। এটি শিল্পের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন মেটায়। টিউবুলারগুলোর অভ্যন্তর বরাবর দূরবর্তী পরিমাপের সুযোগ দেয় এটি। ঐতিহ্যগত ডিভাইসের মাধ্যমে অ্যাকসেস করা প্রায়শই কঠিন হয়ে পড়ে। সাধারণত ১০ মিটার দৈর্ঘ্যের এই টিউবুলারগুলো বছরের পর বছর ধরে প্রাকৃতিকভাবে সংঘটিত তেজস্ক্রিয় পদার্থ জমা করে, যা উল্লেখযোগ্য ক্ষয়কারী চ্যালেঞ্জ তৈরি করে।

এই নতুন ডিভাইসটি শুধু দূরবর্তীভাবে পরিমাপ করার সুবিধা দিয়ে শ্রমিকদের জন্য নিরাপত্তা বাড়ায় না, ক্ষতিকারক বিকিরণে তাদের এক্সপোজার কমিয়ে দেয়। তবে এটি দ্রুত এবং আরও দক্ষ পরিমাপ সক্ষম করে অপারেশন খরচ ২০ শতাংশ কমিয়ে দেয়।

এই যুগান্তকারী ডিভাইসটির গবেষণা ও উন্নয়নের নেতৃত্বে ছিলেন মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির কম্পিউটিং অ্যান্ড ইনফরমেটিক্স অনুষদের বর্তমান প্রভাষক মো. জুবায়ের।

২০১৫ সালে, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে মাস্টার্সের ছাত্র থাকাকালীন, মো. জুবায়ের ফাইবার অপটিক প্রযুক্তি ব্যবহার করে আয়নাইজিং রেডিয়েশন পরিমাপের জন্য একটি প্রোটোটাইপ সিস্টেম তৈরি করেছিলেন। উদ্ভাবনটি আরও বিকশিত হয়েছিল যখন এলাইপ কোম্পানি এবং মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি পাবলিক-প্রাইভেট রিসার্চ নেটওয়ার্ক স্কিমের অধীনে ডিভাইসটিকে উন্নত করার জন্য উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে একটি অনুদান পায়।

জুবাইর হাসান তারিফ বলেন, ডিজিটাল টুইন, অ্যানালিটিক্স এবং রোবোটিক প্রসেস অটোমেশন বর্তমানে তেল ও গ্যাস শিল্পে জনপ্রিয় বিষয়, যা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দক্ষতা এবং অপারেশনাল পারফরম্যান্স বৃদ্ধি করছে। বিশেষ করে ডিজিটাল টুইনের মতো প্রযুক্তি,যেটা ফ্যাক্টরির সরঞ্জামের একটি ভার্চুয়াল মডেল হিসাবে কাজ করে, যা সময়মতো মনিটরিং এবং মেইন্টেনেন্স পূর্বাভাসের সুবিধা দেয় এবং উৎপাদন কর্মপ্রবাহকে অপ্টিমাইজ করে।

এ ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশের বর্তমান তেল ও গ্যাস শিল্পকে আধুনিকায়নের বড় একটি সুযোগ আছে বলেও জানান তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন। নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন। তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT