মার্কিন রকেট ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার
প্রকাশিত : ০৯:২৪ অপরাহ্ণ, ৬ জুলাই ২০২২ বুধবার ১৭৬ বার পঠিত
ইউক্রেনের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দুটি উন্নত হিমার্স রকেট সিস্টেম ও হিমার্স রকেট সিস্টেমের গোলাবারুদের ডিপো ধ্বংস করেছে রাশিয়ার সশস্ত্র বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের দেওয়া হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের (হিমার্স) দুটি লঞ্চার ধ্বংস করেছে রাশিয়া।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানান, রাশিয়ান বাহিনী ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ক্রামতোর্স্কের দক্ষিণে একটি গ্রামে সম্মুখ যুদ্ধক্ষেত্রের কাছে হিমার্সের জন্য রকেট সংরক্ষণকারী দুটি গোলাবারুদের গুদামও ধ্বংস করেছে।
রাশিয়ার রকেট ব্যবস্থার মোকাবিলায় মার্কিন হিমার্স ব্যবস্থা প্রয়োজন বলে যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘদিন ধরে চাহিদা জানিয়ে আসছিল ইউক্রেন। কিয়েভ মনে করে, এই ব্যবস্থা দিয়ে দোনবাসে রুশ বাহিনীর অগ্রগতি ঠেকানো সম্ভব।
কয়েকদিন আগেই ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ যুক্তরাষ্ট্রের দেওয়া হাই মোবিলিটি আর্টিলাটি রকেট সিস্টেমস (হিমার্স) তার দেশে পৌঁছানোর খবর জানিয়েছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।