মামলা মিথ্যা হওয়ায় বাদীকে জেল হাজতে পাঠাল আদালত
প্রকাশিত : ১০:১৪ অপরাহ্ণ, ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার ১৯৬ বার পঠিত
পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে দায়েকৃত অপহরণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলার বাদী জসিম উদ্দিনকে জেল হাজতে পাঠিয়েছে আলাদাত।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মোহাম্মদ আশিকুর রহমান এ আদেশ দেন। জসীম উদ্দিন পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের মান্নান প্যাদার ছেলে।
জানা যায়, গত বছরের আগস্ট মাসে মামলার বাদী জসিম উদ্দিন তার পিতা মান্নান প্যাদাকে অপহরণের অভিযোগে ৭ জনকে আসামি করে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
আদালত দীর্ঘ শুনানি ও তদন্তের পরে জানতে পারে ভিকটিম আত্মগোপনে ছিলেন। তাই মিথ্যা মামলা দায়ের অভিযোগে বাদীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।
মিথ্যা মামলার বাদীকে জেল হাজতে প্রেরণে বিচার প্রত্যাশীদের মধ্যে আরও আস্থা সৃষ্টি হওয়ার পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে বলে জানান বিজ্ঞ আইনজীবীরা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।