মানবদেহে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু
প্রকাশিত : ১০:০৩ পূর্বাহ্ণ, ২৪ এপ্রিল ২০২০ শুক্রবার ৫৫৮ বার পঠিত
যুক্তরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের পরীক্ষামূলক প্রথম ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ করা হয়েছে। এটি ইউরোপেও মানবদেহে প্রথম ভ্যাকসিন প্রয়োগ।
গণমাধ্যমে বলা হয়, দুজন স্বেচ্ছাসেবীর দেহে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে । প্রথম ধাপে প্রায় ৮০০’র বেশি স্বেচ্ছাসেবীর দেহে এটা প্রয়োগ করা হবে। প্রতিবেদনে বলা হয়, এদের মধ্যে অর্ধেক কভিড-১৯ এর জন্য টিকা গ্রহণ করবেন। আর বাকিরা গ্রহণ করবেন কন্ট্রোল ভ্যাকসিন। যা মেনিনজাইটিস থেকে সুরক্ষা দেয়, তবে করোনাভাইরাস থেকে নয়।
প্রথম টিকা নেওয়া দুজনের মধ্যে একজনের নাম এলিসা গ্রানাটো। তিনি বলেন, ‘আমি একজন বিজ্ঞানী। তাই আমি বৈজ্ঞানিক এই প্রক্রিয়াটিকে সহায়তা করতে চেয়েছি। আর দ্বিতীয় ব্যাক্তি হলেন এডওয়ার্ড ও নীল।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি দল করোনাভাইরাসের টিকা তৈরির কাজ শুরু করেন। জেনার ইনস্টিটিউটের বিজ্ঞানী অধ্যাপক সারাহ গিলবার্ট এই গবেষণার নেতৃত্ব দিচ্ছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।